যশোর প্রতিনিধি
কলেজশিক্ষক হাসিবুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে বৃহস্পতিবার ২৬ আগষ্ট যশোরের আদালতে মামলা হয়েছে। স্ত্রী সাদিয়া আক্তার মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। হাসিবুল ইসলাম মাদারীপুর সদরের হুগলী এলাকার আরজ আলী মোল্যার ছেলে। তিনি রাজধানীর মিরপুর শাখা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক।
মামলার বাদী সাদিয়া আক্তার যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের বাচ্চু তালুকদারের মেয়ে। তার অভিযোগ, তিনি ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। চলতি বছরের ৩ এপ্রিল পাঁচ লাখ টাকা দেনমোহরে হাসিবুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন স্বামী। গত ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তিনদিন ধরে তাকে প্রচণ্ড মারপিট করা হয়। মারপিটের কারণে সাদিয়া আক্তার চোখ ও কান মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। চোখের অবস্থা খারাপের কারণে তাকে চিকিৎসা নিতে হয়েছে। এরপর ২০ জুন পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে সাদিয়া আক্তারকে যশোরে বাবার বাড়িতে রেখে যান হাসিবুল। পরে বিষয়টি মীমাংসার জন্য তাকে যশোরে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। কিন্তু ঘরোয়া শালিসে হাসিবুল ইসলাম পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে অনড় থাকেন। এ কারণে কোনো উপায় না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন সাদিয়া।