যশোর প্রতিনিধি
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এর কাছে প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি)র আয়োজনে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। সোমবার বিকালে জেলা প্রশাসকের সমেম্মলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবুহেনা মোস্তফা কামালের পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্ণেল হাসান মাহমুদ। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল বাই পাম্প মেশিন, অক্সিজেন সিলিন্ডার, পিপিই ও মাস্ক। কোভিড মোকাবেলায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের জন্যে এগুলি দেওয়া হয়। এ সময় অন্যানেন্যর মধেধ্য উপস্থিত ছিলেন রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. ওমর ফারুক, জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন, হাসপাতাল তত্বাবধায়ক ডা.মো. আক্তারুজ্জামানসহ ঊদ্বর্তন কর্মকর্তারা।