যশোর প্রতিনিধি: করোনাকালে কর্মহীন হয়ে পড়া যশোরের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে ভ্যানচালক, দিনমজুর, চা-মুদি দোকানীসহ সাধারণ মানুষের মাঝে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে এই অর্থ প্রদান করেন।
ইউনিয়নের মনোহরপুর বাজার ও কায়েতখালীতে এই অর্থ প্রদান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম মাজাহার।
এ সময় উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুসতাক আহমেদ, রায়হান হোসেন মামুন প্রমুখ।