মাধঘোপা নিউজ ডেক্স: ভিয়েতনামে শনাক্ত হয়েছে ভারতীয় ও ব্রিটেনের প্রজাতির মিশ্রণে গঠিত করোনার হাইব্রিড প্রজাতি। একটি ধর্মীয় মিশন থেকে দেশটিতে বিপজ্জনক এই নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি হয়েছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
তবে এই ভয়ঙ্কর প্রজাতি মোকাবিলায় দেশটির হো চি মিন শহরের সব মানুষকে পরীক্ষার আওতায় আনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ভিয়েতনাম এতদিন করোনা মোকাবিলায় বেশ সফলতা দেখালেও গত কয়েক সপ্তাহে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে।
বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ানো এই ধরনকে ‘খুবই বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুইন থান লং।
মন্ত্রী বলেন, ‘প্রথমে ভারত এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের দুটি ধরনের মিউট্যান্ট একটি ধরন চিহ্নিত করেছে ভিয়েতনাম।’
অনলাইন পত্রিকা ভিএনএক্সপ্রেস জানায়, নতুন এই ধরনকে যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের হাইব্রিড ধরন আখ্যায়িত করেছেন স্বাস্থ্যমন্ত্রী লং।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার চারটি ধরনকে ‘বৈশ্বিক উদ্বেগের’ ক্যাটাগরিতে রেখেছে। এগুলো হলো- যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং ভারতীয় ধরন।