যশোর প্রতিনিধি
যশোর ঝিকরগাছা থানা পুলিশের দায়েরকরা মামলায় জামিন পেলেন বিএনপি ২৭জন নেতৃবৃন্দ। গতকাল রবিবার হাইকোর্ট বিভাগের বিচারক মোস্তফা জামান ইসলাম ও মোঃ আমিনুল ইসলামের ধৈত বেঞ্চ আগামী ৬ সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করেছেন।জামিন প্রাপ্তরা হলো, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তারের ছেলে রুবেল হোসেন, লাউজানী গ্রামের মৃত-বাচ্চু মিয়ার ছেলে রুবেল হোসেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলতাফ হোসেন, রঘুনাথনগর গ্রামের মৃত-আব্দুর রাজ্জাকের ছেলে বিএনপি নেতা বিদ্যূৎ হোসেন, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল খায়ের, মোহিনীকাঠি গ্রামের মৃত-সদর মুন্সির ছেলে বিএনপি নেতা রফিকুল ইসলাম, রঘুনাথনগর গ্রামের সাত্তারের ছেলে বিএনপিনেতা ইউনুস আলী, মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক গোলদার, ফুলবাড়ি গ্রামের মৃত-হানেফ ফকিরের ছেলে বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন তোফা, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুজ্জামান খাঁন সোহেল, গঙ্গানন্দপুর গ্রামের বশিরউদ্দিন মাস্টারের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক বাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জামির হোসেন ও নাভারন ইউনিয়নের বাদেনাভারন গ্রামের ইমান আলীর ছেলে বিএনপি নেতা হাবিবুর রহমান হবি। এছাড়া উল্লেখিত মামলায় ৩জন জেল হাজতে রয়েছে। তারা হলেন, উপজেলার নাভারন ইউনিয়নের কুন্দিপুর গ্রামের মৃত-সোহরাব হোসেনের ছেলে ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মৃত-ছবেদ আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার ও মাঠুয়াপাড়া গ্রামের নাসের আলীর ছেলে যুবদল নেতা নয়ন হোসেন। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপি ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের অংশ গ্রহণ করা এবং পুলিশের বাধাকে কেন্দ্র করে শিওরদাহ পুলিশ ক্যাম্পের এসআই সাইফুল ইসলাম ৩২জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা ১২০/১২৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতামুলক মামলা দায়ের করেন। যার নং-মামলা নং-০৮, তাং-১২/০২/২০২৩ ইং। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানবলী আইনের ৪/৫/৬, ধারায় মামলাটি দায়ের করেন।