যশোর অফিস: যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের একটি গ্রাম থেকে পাঁচটি ককটেলসহ জামায়াত শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা সেখানে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন,শনিবার রাত ১০ টার দিকে থানার পুটখালী ইউনিয়নের মহিশাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা সকলেই স্থানীয় জামায়াত শিবিরের নেতা কর্মী।
কামাল হোসেন ভূইয়া বলেন, ‘মহিশাডাঙ্গা গ্রামে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের একটি গোপন বৈঠক চলছে’ গোপন এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর ইট পাটকেল,লাঠি দিয়ে হামলা চালায়।এ সময় ২৩ নেতা কর্মীকে আটক করা হয়।সেখান থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এদিকে জেলা জামায়াতের সাবেক আমির, কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান বলেন,সম্পূর্ণ ষড়যন্ত্রমুলক ও হয়রানী করার জন্য তাদের আটক করা হয়েছে।তারা এশার নামাজ শেষে শব-ই-মিয়ারাজ উপলক্ষে একটা দোয়া অনুষ্ঠান করছিল।নামাজ চলাকালিন সময়ে তাদের ঘিরে ফেলা হয়।আমি তাদের মুক্তি দাবি করছি।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।#