ঢাকা অফিস: রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের হাতে মনোনয়ন জমা দেন।
রবিবার সকাল ১০টা ৪০ মিানটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিতে কমিশনে এসে উপস্থিত হন। এরপর বেলা ১১টার কিছু আগে মনোনয়নপত্র জমা দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজই রাষ্ট্রপতির পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন।
আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে রাষ্টপতি নির্বাচন করবেন। তবে একজন প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না।
১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোয়নপত্র বাছাই হবে। একজন প্রার্থী থাকলে ওই দিনই বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।