যশোরে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

যশোর প্রতিনিধি
যশোরে মিম (১১) নামে একজন মাদরাসা ছাত্রী
চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের বিপরীতে (ক্লিনিকে) এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত মিম শহরের চাচড়া মধ্যপাড়ার রবিউল ইসলামের মেয়ে।
নিহতের মা ববিতা বেগম ও বাবা রবিউল অভিযোগ করে জানান, মিমের গলায় টনসিল হয়েছিলো। মঙ্গলবার সন্ধ্যায় সদর হাসপাতাল গেটের বিপরীতে রাতেই ওই ক্লিনিকে তপঙ্কর বিশ্বাস অপারেশন করেন। সকালে আমার মেয়ে ওই ক্লিনিকে মারা যায়। পরে মরদেহ ক্লিনিকের লোকজন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে যায়। আমরা দেখতে না পেয়ে মিমকে আবার জেনারেল হাসপাতালে ভর্তি করি। ডাক্তার দেখেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন মৃত অবস্থায় এখানে আনা হয়েছিলো।
জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
জানতে চাইলে ডাক্তার তপঙ্কর বিশ্বাস বলেন, টনসিল অপারেশন কখনো ভুল হবার বিষয় না কাল রাতে সফলভাবে ওটি করে এসেছি। রোগী তখনো ভালো ছিলো। কি কারণে তার মৃত্যু হয়েছে বলতে পারবো না।