যশোর উপ-কর কমিশনার মাসুদ রানার বিরুদ্ধে কর প্রদানকারীকে হয়রানীর অভিযোগ

যশোর প্রতিনিধি
কর অঞ্চল খুলনার অধীনে উপ-কর কমিশনার সার্কেল-৮ (বৈতিনিক) দপ্তরের পরিদর্শক মাসুদ রানার কর্মকান্ডে করদাতাগন হতবাক হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে মোটা অংকের উৎকোচ আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার অনৈতিক সুবিধা দিতে রাজী না হওয়ায় তিনি কর দাতাদের উপর বিভিন্ন কৌশল চালিয়ে নাজেহাল করছে। যার ফলে সরকারের ডাকে সাড়া  দিয়ে যশোর অঞ্চলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাজস্ব প্রদানে কর দাতাগন সোচ্চার হলেও পরিদর্শক মাসুদ রানার জন্য নিরুৎসাহী হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে যশোর অঞ্চলে বিভিন্ন শিল্প মালিক ও ব্যবসায়ীরা জানান, উপ-কর কমিশনার সার্কেল-৮ (বৈতনিক) যশোর কর অঞ্চল খুলনার অধীনে পরিদর্শক হিসেবে মাসুদ রানা অবৈধ অর্থের লোভে কর দাতাদের উপর বিভিন্ন দোষারোপ চাপিয়ে হুমকী ধামকী দিচ্ছে। তিনি আয়কর অফিসের কতিপয় কর্মচারীদের সাথে মিলে নিজে ও কর্মচারীদের অধিক লাভবান হওয়ার জন্য কর দাতাদের প্রতি বিভিন্ন খড়গ চাপিয়ে দিচ্ছেন। এই কাগজ ওই কাগজ প্রয়োজনসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে করদাতাদের উপর চাপ সৃষ্টি করছে। যার ফলে নতুন করে কর দাতা সৃষ্টি হচ্ছেনা। পরিদর্শক মাসুদ রানার কারনে অত্র দপ্তরের তালিকাভূক্তসহ বিভিন্ন ব্যবসায় নিয়োজিত ও সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারী পুরুষ কর দাতাগন নিরুৎসাহী হয়ে উঠেছেন। নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন, পরিদর্শক মাসুদ রানা বিভিন্ন কর দাতাগনের অভিযোগের রিপোর্ট দিতে গিয়ে নিয়ে নিজের পকেট ভারী করতে নানা চুতা বের করেন। তিনি ফিল্ড অফিসারের দায়িত্ব পালনের সুযোগে অবাধে উৎকোচ আদায়ের জন্য কর দাতাদের উপর নানা হয়রানী মূলক কর্মকান্ড চাপাচ্ছেন। তার মূল দায়িত কর সংক্রান্ত অডিটের রিপোর্ট দেওয়া। একজন কর দাতার বিরুদ্ধে কর পরিশোধ সংক্রান্ত প্রত্যায়নপত্র চুড়ান্ত করতে তিনি নানা ফন্দি আটেন। সূত্রগুলো আরো জানিয়েছেন, পরিদর্শক মাসুদ রানা জাতীয় রাজস্ব বোর্ডে রিপোর্ট পাঠানোর অজুহাতে যশোর অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান,ব্যবসায়ীদের দাখিলকৃত ফাইল টার্গেট নিয়ে লাখ লাখ টাকা উপার্জনের লক্ষ্যে দায়িত্ব পালন করছেন। যে প্রতিষ্ঠানের মালিক তাকে সন্তুষ্ট করেন না তার প্রতিষ্ঠানের বিক্রয়ের সেল পদির্শনের পাশাপাশি তদারকি করেন এবং তার ফাইলে তিনি আপত্তি দিয়ে প্রত্যায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন। কর প্রদানে উৎসাহী যশোর অঞ্চলের কর দাতাগন অবিলম্বে পরিদর্শক মাসুদ রানাকে বদলী করে কর প্রদানে উৎসাহী সুযোগ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে পরিদর্শক মাসুদ রানার ব্যক্তিগত মুঠো  ফোন নম্বর ০১৭৫৩৮৪২৯৮১ তে ফোন করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।