দেশের মানুষ যেন শান্তি নিরাপত্তায় থাকতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: বিশ্বের সাথে তাল মেলাতে প্রতিটি বাঙালিকে তৈরির লক্ষ্যে কাজ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ১০০ মহাসড়ক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন।
শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ যেন শান্তি, নিরাপত্তায় থাকতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
উদ্বোধন করা মহাসড়ক সম্পের্কে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘এই মহাসড়কগুলো উন্নতমানের করা হলো। আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশে নিরাপদে সড়ক যাতায়াতে বড় সুবিধা হবে, অর্থনৈতিকভাবে সব অঞ্চলের মানুষ লাভবান হবে।’
‘বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি বাঙালি যেন তৈরি হয়, সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে’ জানিয়ে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি। এবার আমরা ই-জনগোষ্ঠী তৈরির কাজ করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্য নিরাপত্তা, পর্যাপ্ত পুষ্টি, উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজও করছি। এর মাধ্যমেই বঙ্গবন্ধুর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে।