যশোরে ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ হাজার রোগীর সেবা

Share

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার দুটি পৌরসভা ও ২১টি ইউনিয়নে ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি হয় ১৩ সেপ্টেম্বর।
ক্যাম্পগুলো থেকে প্রায় ৫০ হাজার রোগী চিকিৎসা সেবা পেয়েছেন। এর মধ্যে এক হাজার রোগীর বিনামূল্যে ছানির অপারেশন ও আড়াই হাজার রোগীকে চশমা দেয়া হয়। এছাড়া চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত বিভাগে চিকিৎসা, প্রয়োজনীয় ডায়াগনোস্টিক পরীক্ষা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।
প্রতি ক্যাম্পে সহজ বাংলা অনুবাদে প্রায় ৭ হাজার কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পুরো ক্যাম্প তদারকি করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পাশাপাশি তিনি নিজেও রোগী দেখেন। ক্যাম্পগুলোতে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক-এর নেতৃত্বে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন।

Read more