যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) যশোরের কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—মধুগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত নওয়াব আলীর ছেলে মোঃ আজগর আলী (৬০)।
ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।