যশোরে প্রশ্নবিদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স এ্যাসোসিয়েশন কমিটি, সমালোচনার ঝড়

Share

যশোর অফিস 
যশোরে সম্প্রতি অনুষ্ঠিত ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন ও কমিটি গঠন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, একটি গোষ্ঠী লোক দেখানো নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্যের ‘পকেট কমিটি’ গঠন করেছে। এর নেপথ্যে রয়েছেন সাজেদুর রহমান অপু নামের এক যুবক, যিনি নিজেই হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক। অথচ তার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দুই বছর ধরে নবায়ন করা হয়নি।
শুধু তিনিই নন, নবগঠিত কমিটির ১৫ সদস্যের বেশির ভাগেরই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার বৈধ কাগজপত্র নেই। কেউ ফুল ব্যবসায়ী, কেউ ডেকোরেটর, আবার কারও নেই কোনো অফিসও। পৌরসভার নিয়ম-নীতিকে উপেক্ষা করে তারা ইভেন্ট ব্যবসা চালালেও প্রথম সারির প্রতিষ্ঠানগুলো এ নির্বাচন ও কমিটি সম্পর্কে কিছুই জানে না। এতে প্রশ্ন উঠেছে—আসলে কার স্বার্থে এই সংগঠন?
পৌরসভা সূত্রে জানা গেছে, অনুমোদিত ১৭টি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে চলতি অর্থবছরে মাত্র ছয়টি ট্রেড লাইসেন্স নবায়ন করেছে। বাকিদের মধ্যে অনেকেই দুই-তিন বছর ধরে নবায়ন করেনি। অথচ এদেরই কেউ কেউ কমিটির নেতৃত্বে রয়েছেন। সভাপতি হারুন অর রশিদ নিজেই স্বীকার করেছেন তিনি মূলত।

Read more