কেশবপুরে প্রাণনাশের হুমকি: ব্যাংককর্মী তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে পরোয়ানা জারি

Share

যশোর অফিস:
যশোরের কেশবপুর থানায় দায়েরকৃত প্রাণনাশের হুমকির সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিযুক্ত ট্রাস্ট ব্যাংকের কর্মচারী তারেক আহমেদ চৌধুরী (৪২)। অভিযোগ উঠেছে, তিনি বাদী হাবিবুর রহমানকে নানাভাবে হুমকি ও হয়রানির চেষ্টা করছেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান সম্প্রতি থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন—তারেক আহমেদ চৌধুরী সম্পদ লোভী, মাদকসেবী, হুন্ডি ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির লোক।
ঘটনার সূত্রপাত হয় হাবিবুর রহমানের আত্মীয় মিয়া বাবর হোসেনকে (৭৩) কেন্দ্র করে। দীর্ঘদিন অসুস্থ থাকার সময় তিনি ওই বৃদ্ধকে সহযোগিতা করেন। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অভিযুক্ত তারেক চৌধুরীর লোকজন তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় মিয়া বাবর হোসেন গত ৬ জুলাই ২০২৫ সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন এবং পরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এর পরিপ্রেক্ষিতে ৮ জুলাই সকাল ১০টা ০১ মিনিটে তারেক আহমেদ চৌধুরী তার মোবাইল নম্বর (০১৭০৯-৬৪৭৮৯৩) থেকে হাবিবুর রহমানের ফোনে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই কলের অডিও রেকর্ড হাবিবুর রহমানের কাছে সংরক্ষিত রয়েছে।
এ ঘটনায় কেশবপুর থানায় সাধারণ ডায়েরী (নং-৯০৯, তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫) করা হয়েছে। পরে আদালতের আদেশে অভিযুক্ত তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে এরপর থেকে তিনি বাদীকে বারবার ভয়ভীতি দেখাচ্ছেন বলে দাবি করেছেন হাবিবুর রহমান।

Read more