যশোর প্রতিনিধি
যশোরে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ শহরের বেজ পাড়া সাদেক দারোগার মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান আসাদ জানিয়েছিল, পূর্ব শত্রুতার জেরধরে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ নভেম্বর
রাত সাড়ে সাতটার দিকে তিনি বেজপাড়া সাদেক দারগার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। ওই মূহুর্তে চিহ্নিত সন্ত্রাসী কানুর নেতৃত্বে হাসানসহ অজ্ঞাত ৪/৫ জন তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে বারোটায় মারা যায়।
কতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন আমিও শুনেছি, আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ ঢাকায় মারা গেছে।