যশোর অফিস
যশোরে জামাই ও মেয়ের শ্বশুরের হাতে মো. তফিকুল (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত তফিকুল বড় ভেকুটিয়া ইউনিয়নের আবরপুর গ্রামের মৃত দুদু বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় তফিকুল তার মেয়েকে দেখতে যান পুলেরহাট শিশু কারাগারের সামনে শ্বশুরবাড়িতে। সেখানে জামাই ও মেয়ের শ্বশুর মিজান (৪৫) এর সঙ্গে কথা কাটাকাটি হলে মিজান আরও ৫-৭ জন সহযোগীকে নিয়ে তাকে ঘিরে ধরে কিল-ঘুষি ও লাথি মারেন।
পরে জামাইয়ের এক বন্ধু আহত তফিকুলকে যশোর সদর হাসপাতালে ভর্তি করিয়ে রেখে পালিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।