যশোরে পরকীয়ার জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

Share

যশোর অফিস 
যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের সাতমাইল মোল্লাপাড়ায় পরকীয়ার জেরে করিম (৩২) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, করিম স্থানীয় শারমিন নামে এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি ধরা পড়লে এ নিয়ে স্থানীয়ভাবে শালিশ-বিচার হয়। এর জের ধরে সোমবার(১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে করিম গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read more