দেশের ২৫ জেলায় নির্মিত একশ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২৫ জেলায় নির্মিত একশ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এক সঙ্গে উদ্বোধন করেন শত সেতু।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষণের এক পর্যায়ে সেতুগুলোর নাম উল্লেখ করেন। এর পর সকাল ১০টা ৫৮ মিনিটে উদ্বোধন ঘোষণা করেন। ভাষণ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পর বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সেতুগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেন।

অনুষ্ঠানে সেতুর ওপর একটি ভিডিও-ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
সেতুগুলো উদ্বোধনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত হলো।

সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১০০টি সেতু নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে।