ঢাকা অফিস: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘ভোট কক্ষে যতই সিসি ক্যামেরা থাকুক, সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব। সরকার জানে, সুষ্ঠু নির্বাচন হলে পার পাবে না। কিন্তু সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যত অন্ধকার।’ আজ বৃহস্পতিবার জাপার বনানী কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলার কয়েকজন ব্যবসায়ী দলে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার সমর্থকেরা ভোট কেন্দ্র দখল করছে। জনগণকে ভোট দিতে দিচ্ছে না। বিএনপি বর্জন করলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু সরকার সমর্থকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, হয়রানি করছে। দেশের মানুষ স্বৈরশাসনে নিষ্পেষিত।’
সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, যুদ্ধের দোহাই দিয়ে অর্থনৈতিক মন্দার কথা বলা হচ্ছে। প্রকৃত সত্য হলো, গণতন্ত্রহীনতায় এ অবস্থা। রিজার্ভ সংকট ও টাকার অবমূল্যায়ন হচ্ছে। ডলার সংকটে বিদ্যুৎ দিতে পারছে না। সার কিনতে পারছে না। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হাসি হাসি মুখে বললেন ‘ধৈর্য্য ধরতে হবে।’ প্রধানমন্ত্রী বলছেন, ‘’খারাপ দিন আসছে, সবাই খাদ্য উৎপাদন করুন।’ এ কথা তো সবাই জানে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন পরামর্শ দরকার হয় না। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, কেন জ্বালানি তেল কিনতে পারছে না সরকার? রিজার্ভ কোথায় গেল?’
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘রওশন এরশাদকে কিছু মানুষ ভুল বুঝিয়ে ঝামালে পাকাতে চায়। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দুই-একজন চলে গেলে জাতীয় পার্টির ক্ষতি নেই।’