যশোর ইয়াবা ট্যাবলেট ও চাকুসহ চারজন আটক

Share

 যশোর অফিস 
যশোরে আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চাকুসহ চারজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা তিনটি মামলা হয়েছে।
চঁাচড়া পুলিশ ফঁাড়ির এসআই তাপস কুমার পাল জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর সরকারি মুরগীর খামারের সামনে থেকে দুই যুবককে আটক করাহয়। এরা হলো, সদর উপজেলার হাশিমপুর সৈয়দপাড়ার আমির হোসেন বাবুর ছেলে সাজ্জাদ হোসেন ইমন (২৬) এবং শহরের রেলরোডস্থ চারখাম্বার মোড়ের আনোয়ারুল হোসেনের ছেলে রমজান হোসেন ঋতিক (১৯)। তাদের কাছ থেকে একটি চাকু এবং একটি ভাঙ্গা কাইচি জব্দ করা হয়। তারা সেখানে দাড়িয়ে ত্রাস সৃষ্টি করছিল।
তিনি আরো জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অপর এক অভিযানে চোরমারা দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা ওরফে মোস্তকে (৩৫) আটক করা হয়। মোস্ত ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
চানপাড়া পুলিশ ফঁাড়ির ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে ধানঘাটা গ্রামের সাবেক হোসেনের (২১) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করাহয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাহয়।

Read more