যশোরে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে  বার্মিজ চাকু ইয়াবা ও গঁাজাসহ গ্রেফতার-৯

Share

যশোর অফিস
কোতয়ালি থানা,যৌথ বাহিনী,চঁাচড়া ফঁাড়ী ও চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৪৫পিস ইয়াবা,২০গ্রাম গঁাজা ও ৩টি বার্মিজ চাকু উদ্ধার করে। এ ঘটনায় নয় জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের চোরমারা দিঘিরপাড় এলাকার আবুলের পিতা মোস্তফা ওরফে মোস্ত,সদর উপজেলার হাশিমপুর সৈয়দপাড়ার আমির হোসেন বাবুর ছেলে সাজ্জাদ হোসেন ইমন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহাজন ঘাট বর্তমানে যশোর শহরের রেলগেট চার খাম্বার মোড় এলাকার আনোয়ারুল হোসেনের ছেলে রমজান হোসেন ওরফে ঋত্তিক,যশোর সদর উপজেলার ধানঘাটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাদেক হোসেন,সদর উপজেলার আরবপুর বঁাশহাটি মোড়ের মৃত ইকবাল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে সুজন, সদর উপজেলার ইছালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মাসুদুজ্জামান সুইট, বাঘারপাড়া উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে শাহিনুর রহমান, বাঘারপাড়া উপজেজলার জয়নগর গ্রামের মৃত শওকত বিশ্বসের ছেলে রিপন, ও সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের নিজাম বিশ্বাসের ছেলে ফিরোজ। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা ৫টি মামলা হয়েছে।
কোতয়ালী থানা ও যৌথ বাহিনী সমন্বয় একটি টিম গত ২১ আগষ্ট বৃহস্পতিবার বিকালে যশোর মাগুরা মহাসড়কের মনোহরপুর বাজারস্থ আব্দুল ওয়াদুদ সুপার মার্কেটের নিচতলায় অভিযান চালিয়ে মাসুদুজ্জামান সুইট, শাহিনুর রহমান, রিপন ও ফিরোজকে ২টি বার্মিজ চাকু ও ২০ গ্রাম গঁাজাসহ গ্রেফতার করে। কোতয়ালি থানার এএসআই নুর ইসলামসহ একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরের রেলগেট মাইক্রোস্ট্যান্ড রেলগেট পশ্চিমপাড়া জনৈক আলীম উদ্দিনের চায়ের দোকানের সামনে থেকে মোস্তাফিজুর রহমান ওরফে সুজনকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। চঁানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ধানঘাটা গ্রামের সাদেক হোসেনএর বাড়িতে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে, চঁাচড়া ফঁাড়ি পুলিশ শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার সময় শহরের শংকরপুর মুরগির ফার্মগেট জনৈক রিপন এর ইলেকট্রিক দোকানের সামনে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ইমন ও রমজান হোসেন ওরলে ঋত্তিককে ১টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করে। এছাড়া, চঁাচড়া ফঁাড়ী পুলিশ শুক্রবার রাত ১০ টার সময় শহরের চোরমারা দিঘির উত্তরপাড় জনৈক ওয়াসিম উদ্দীন ওরফে সীম বাবুর বাড়ির উত্তর পাশে মাটির রাস্তার উপর অভিযান চালিয়ে মোস্তফা ওরফে মোস্তকে ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।#

Read more