ভোল পাল্টে ছাত্রদলে ভিড়েছে যমেক ছাত্রলীগ নেতা-কর্মীরা!

Share

যশোর অফিস 
যশোর মেডিকেল কলেজে (যমেক) নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা ভোল পাল্টে ছাত্রদলে ভিড়েছেন। তাদের বিতর্কিত কর্মকান্ডে ক্যাম্পাস অশান্ত হয়ে উঠছে। ভোল পাল্টানোদের দাপটের কাছে সাধারণ শিক্ষার্থীরা যেন অসহায় হয়ে পড়েছেন। ফলে তাদের ( শিক্ষার্থী) মাঝে অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ডা. নাজমুল হুদা প্যারিস তাদের পাল্লা ভারি করার জন্য ভোল পাল্টানোদের শেল্টার দিচ্ছেন।
জানা গেছে, গত ১৬ বছর ধরে যশোর মেডিকেল কলেজে একক আধিপত্য বিস্তার করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, তন্ময় বর্মন, সামিউল ইসলাম সামি, এজেড শিহাব, রাহাদুল ইসলাম রুমি ও আদিত্য দাস সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে তারা অংশ নিতেন৷ এক কথায় তারা ছিলেন যমেক ছাত্রলীগের সভাপতি শাহাজাদ হোসেন দিহান ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাসেলের ঘনিষ্ঠ সহযোগী। তাদের কথায় চলতো সব কিছু। কিন্তু বর্তমান সময়েও তারা থেমে নেই। তারা ছাত্রদলে ভিড়ে আধিপত্য বজায় রেখেছেন। ফটোসেশন করছেন। যেন ছাত্রদল -ছাত্রলীগ মিলেমিশে একাকার।
কিছু শিক্ষার্থীর দাবি,যমেক ছাত্রলীগের এসব নেতাকর্মীরা এখন ভর করেছে ছাত্রদল নেতাদের ওপর। ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ডা. নাজমুল হুদা প্যারিস তাদের শেল্টার দিচ্ছেন। এতে তারা বেপরোয়া হয়ে উঠেছে। ক্যাম্পাসে যা ইচ্ছা তাই করছেন।গোপনে ছাত্রলীগের সুসংগঠিত করতে ক্যাম্পাসে গোপন মিটিংও করা হচ্ছে ।
সূত্র জানায়, গত ১১ আগস্ট রাত ৯ টার দিকে যমেক হোস্টেলে প্রবেশ করেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি নাফিজ শহিদুল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন,সহ-সভাপতি সামি সাদিক ও সহ সভাপতি ফাহিম ফয়সাল। তারা ছাত্রলীগের সদস্য শেখ সাকিবের কক্ষে গোপন মিটিং করছিলেন। বিষয়টি টের পেয়ে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ পরিস্থিতি শান্ত করেন।
কয়েকজন শিক্ষার্থী জানান,বর্তমানে ছাত্রদলের কাঁধে ভর করে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে ইচ্ছামত যাতায়াত করছেন। তাদের কর্মকান্ডের শেল্টার দিচ্ছেন ছাত্রদলের কয়েক নেতা।
শিক্ষার্থীরা আরও জানান,আব্দুল্লাহ আল মুক্তাদির ও নাজমুল হুদা প্যারিস ৬ বছর আগে এমবিবিএস পাস করেছেন। ফলে তারা এখন ডাক্তার। ছাত্র না হয়েও তারা ছাত্রদলের নেতৃত্ব ধরে রাখতে চাইছেন। নিজেদের পাল্লা ভারি করতে কাছে টেনে নিয়েছেন ভোল পাল্টানো ছাত্রলীগ কর্মীদের। তারা দলবদ্ধভাবে ইচ্ছামত ক্যাম্পাস ও হোস্টেলে যাতায়াত করছেন। তাদের কর্মকান্ডে ছাত্রদলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এই বিষয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ডা. নাজমুল হুদা জানান, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। অভিযোগকারীরা ছাত্রলীগকে পূর্নবাসনের চেষ্টায় লিপ্ত রয়েছেন।

Read more