যশোর অফিস
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠন করতে চায়। তিনি বলেন,“আমরা এই দেশকে সকলের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়তে চাই। নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন ঘটাতে হবে। ফ্যাসিবাদের সাথে কোনো আপস নয়।”
তিনি অভিযোগ করে বলেন,দীর্ঘ ১৬ বছর বিএনপি রাজপথে লড়াই করলেও কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে আপস করেছে। তাই বিএনপিকে সতর্ক ও সুসংগঠিত থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের রায় মেনে নেবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ডিইএব নেতারা। সভার সভাপতিত্ব করেন ডিইএব যশোর জেলা আহ্বায়ক প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম।
যশোর মেডিকেল কলেজে (যমেক) নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী ভোল পাল্টে ছাত্রদলে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, তাদের দাপটে ক্যাম্পাস অশান্ত হয়ে উঠছে এবং সাধারণ শিক্ষার্থীরা অসহায় বোধ করছেন। অভিযোগ রয়েছে, ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ডা. নাজমুল হুদা প্যারিস এসব ভোল পাল্টানোদের আশ্রয় দিচ্ছেন।
সূত্র জানায়, ১১ আগস্ট রাতে হোস্টেলে গোপন বৈঠক করতে গিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ায়; পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীদের দাবি, বর্তমান সময়ে ছাত্রদলের কাঁধে ভর করে ছাত্রলীগের কর্মীরা আধিপত্য বজায় রাখছেন।
তবে অভিযুক্ত দুই নেতা অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো হচ্ছে।