যবিপ্রবি শিক্ষার্থী সাজ্জাদের মৃত্যুতে উপাচার্যের শোক

Share

যশোর অফিস 
 যবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
শনিবার সকালে ঢাকার ডেল্টা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে আক্রান্ত সাজ্জাদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রসায়ন বিভাগের ৪র্থ ব্যাচের (২০১৬-১৭) শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের ভবানীপুর।
উপাচার্য এক শোকবার্তায় বলেন, সাজ্জাদ ছিলেন মেধাবী শিক্ষার্থী, তাঁর অকাল মৃত্যু যবিপ্রবির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সাজ্জাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে সাজ্জাদের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও শোক প্রকাশ করেছে।

Read more