যশোর অফিস
যশোরের বেনাপোলে সৃজনশিখার উদ্যোগে “জুলাই জাগরণ চিত্র অঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নাজমুল হুসাইন জয়। প্রতিযোগিতায় বেনাপোল পৌর এলাকার পাশাপাশি বাইরের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।
প্রধান অতিথি ও বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৃজনশিখার উপদেষ্টা ও সামাজিক ব্যক্তিত্ব আলহাজ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আক্তারুজ্জামান আক্তার, মোস্তাফিজ্জোহা সেলিম, আমিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, যা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।” প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পুরস্কার ও সমাপনী
প্রতিযোগিতার শেষে তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, যেখানে স্থানীয় লেখক, কবি, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন সার্বিক সহযোগিতায় ছিল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ ও ৮৯১সহ স্থানীয় বিভিন্ন সংগঠন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৃজনশিখার উপদেষ্টা মোহসিন হোসেন হৃদয়।