যশোর অফিস
সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদ-এর বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ।
রুকুনউদ্দৌলাহ গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালের সিসিইউতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি প্রায় ৪০ বছর ধরে দৈনিক সংবাদ-এ কাজ করেছেন।
উপাচার্য এক শোকবার্তায় বলেন, রুকুনউদ্দৌলাহ ছিলেন যশোরের শ্রদ্ধেয়, সজ্জন ও মুক্তমনা ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে যশোরবাসী একজন অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক মানুষকে হারালো। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।