যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছ ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা

Share

যশোর অফিস : স্ত্রীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়ে ২ লাখ টাকা চঁাদার দাবিতে ব্যক্তিগত ছবি এডিট করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরের মুড়লী জোড়ামন্দির এলাকার মৃত ইসলাম গাজীর মেয়ে শারমিন আক্তার (২৯) আদালতে পিটিশন দাখিল করলে পুলিশ তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

এজাহারে শারমিন উল্লেখ করেছেন, গাজীপুরে টঙ্গীকলেজগেট এলাকার হারুন অর রশিদের ছেলে অরিফুল ইসলাম আরিফের (৩০) সাথে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর বিয়ে হয়। সাংসারিক বনিবানা না হওয়ায় ২০২৪ সালের ১ আক্টোবর তাদের মধ্যে বিচ্ছিদ ঘটে। এরপর থেকে আরিফ নানা ভাবে তার ক্ষতির চেষ্টা করে আসছে। গত ২ মার্চ তার মোবা্ইল ফোনে কল দিয়ে বল তার কাছে নগ্ন ছবি ও ভিডিও আঠে। ২ লাখ টাকা দিলে সে গুলো ডিলিট করে দেবে। তিনি রাজি না হওয়ায় তার কাছে থাকা ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। গত ১৩ মার্চ তার আত্মীয় স্বজনদের ফোনে বা ম্যাসেঞ্জারে ওই ভিডিও দিয়ে তার মানসম্মানের ক্ষতি করে। ভুয়া ফেসবুক আইডি খুলে তাতে অশ্লীল ছবি আপলোড করার হুমকি দেয়। গত ৯ আগস্ট তার এক আত্মীয়র ম্যাসেঞ্জারে ছবি পাঠিয়ে হুমকি দেয়। এই ঘটনায় তিনি আদালতে পিটিশন দাখিল করলে আদালতের নির্দেশে কোতয়ালি থানা পুলিশ তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।

Read more