ঢাকা অফিস :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আটটি পূর্ণাঙ্গ, তিনটি আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে লড়তে প্রস্তুত প্রার্থীরা, তা ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী আছেন, যাঁরা কোনো প্যানেল থেকে নির্বাচন করছেন না।
তাঁদের মধ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেলে অংশ না নেওয়া শিক্ষার্থীরা রয়েছেন, এই নির্বাচনে ৪৬২ জন বৈধ প্রাথমিক প্রার্থী ও ৪৭ জন ত্রুটিপূর্ণ প্রার্থী মিলিয়ে মোট প্রার্থীসংখ্যা ৫০৯।
এরই মধ্যে সর্বচ্চো পদে মনোনয়নে ভিপি পদে ছাত্র ৪৩, ছাত্রী ৫ জন, জিএস পদে ছাত্র ১৮, ছাত্রী ১ জন, এজিএস পদে ২৪, ছাত্রী ৪ জন রয়েছেন।
এই ছাড়া প্রার্থিতায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক ছাত্র ১৪, ছাত্রী ১ জন,
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ২ জন।
সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন ছাত্র (ছাত্রী নেই)। মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ৩ জন। ছাত্রপরিবহন সম্পাদক পদে ৯ জন ছাত্র (ছাত্রী নেই)।
ক্রীড়া সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ১ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র ৭, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র ২, ছাত্রী ৯ জন।
আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন ছাত্র (ছাত্রী নেই)। সাহিত্য সম্পাদক পদে ছাত্র ১৭, ছাত্রী ২ জন।
সদস্য ছাত্র পদে ১৯১, ছাত্রী ২৪ জন। মোট ২১৫ জন। নির্বাচনে মোট ছাত্র প্রার্থী ৪০২, ছাত্রী ৬০ জন। হল সংসদে বৈধ প্রার্থী ১ হাজার ১০৮ জন।
স্থগিত ১ জন, জানা গেছে, ভোটার নম্বর, নাম-পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নম্বরে ভুল, বাবা-মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭টি প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
তবে তাঁরা আপিল করলে যাছাইবাছাই করে দেখা হবে। হল সংসদে কেবল একটি পদ স্থগিত রাখা হয়েছে। ২৩ তারিখ পর্যন্ত সুযোগ আছে আপিলের।
এ বছর ডাকসু নির্বাচনে দলীয়ভাবে জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল, ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত ডাকসু ফর চেঞ্জ, ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত প্যানেল, বাম ছাত্রসংগঠনসমূহের গণতান্ত্রিক ছাত্র জোট-সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে।
এই ছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালিদের নেতৃত্বে ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ নামে দুটি স্বতন্ত্র প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এই আটটি প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল হিসেবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এর বাইরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জুবায়ের-মুসাদ্দেক স্বতন্ত্র প্যানেল, ছাত্র ইউনিয়ন (একাংশ)-ছাত্র ফ্রন্ট (একাংশ), জাসদ ছাত্রলীগ সমন্বিত আংশিক প্যানেল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ৬৫৮ জন প্রার্থী ডাকসুর ২৮টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন, এর মধ্যে মাত্র ৫০৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৪৯টি মনোনয়ন পত্র জমা পড়েনি, যেগুলো শিক্ষার্থীরা সংগ্রহ করেছে, হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়ন পত্র, জমা হয়নি প্রায় ৩১৮ টি মনোনয়ন পত্র।
— ঢাকা টাওয়ার নিউজ (২৪) ~ অনলাইন