অনুপ্রবেশকারী প্রসঙ্গে শেখ হাসিনাকে দিয়ে অভিযান শুরুর দাবি করেন?

Share

ঢাকা টাওয়ার ডেস্ক : 

ভারতে এক প্রসঙ্গে ইন্ডিয়ান মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ভারতীয় লোক সভার সদস্য আসাদউদ্দিন (ওয়াইসি) বলেছেন, ভারত সরকারকে সত্যি সত্যিই যদি অবৈধদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই (শেখ হাসিনা) কে ফেরত পাঠানো হয়, তাকে দিয়েই শুরু করা হোক এই অভিযান।

বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে এই কথা বলেন ভারতের হায়দরাবাদের এই (সংসদ সদস্য), ওই অনুষ্ঠানে ওয়াইসি বলেন,

‘শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো অনুপ্রবেশকারী, তাই না ? তাকে ও ফেরত পাঠানো হোক।

গত বছর ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন, ওয়াইসি এ প্রসঙ্গে (বিজেপি) সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত, আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি ? তিনি ও তো বাংলাদেশি ? তাকে ফেরত পাঠানো হোক।

ওয়াইসি আরো বলে, লোক সভার এই সদস্য বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিৎ নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার।

—  ঢাকা টাওয়ার নিউজ (২৪) ~  অনলাইন

Read more