যশোর অফিস
তালাকপ্রাপ্ত হওয়ার ৬দিনের মাথায় স্কুল শিক্ষিকাকে (৩০) হুমকি এবং সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্নকরার অভিযোগ উঠেছে মাজহারুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। মাজহারুল ইসলাম যশোর শহরের শংকরপুর আপনের মোড়ের রুপায়ন সিটি এলাকার সবুর গাজীর ছেলে।
ওই শিক্ষিকার পিতা শার্শা উপজেলার শিকারপুর গ্রামের বদরুল আলমের অভিযোগ, চলতি বছরের ১৪জুন তার মেয়ে সানজিদা শারমিন শোভার (৩০) সাথে মাজহারুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পরই মাজহারুল ইসলাম তার মা আছিয়া খাতুনের সহযোগিতায় শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে। সংসারে সারাক্ষণ অশান্তি শুরু হয়। সপ্তাহ খানেক আগে সানজিদা বাড়িতে চলে যাসে। এবং মাজহারুল ইসলামকে তালাক দেয়। এরপর থেকে মাজহারুল মোবাইল ফোনে নানা ভাবে হুমকি দিতে থাকে। শোভা যশোর সদর উপজেলার নারাঙ্গালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত ১৯ আগস্ট মাজহারুল ইসলাম তার স্কুলের সামনে যায় এবং শোভাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে মারপিটসহ নানা হুমকি দেয়। তাদের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে দিয়ে মানসম্মানের ক্ষতিসাধন করবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি কোতয়ালি থানায় এই ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন।