যশোরের বাঘারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত

Share

যশোর অফিস 
যশোরের বাঘারপাড়া উপজেলায় জমি নিয়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার দোহাকুলা ইউনিয়নের সুকদেবনগর মাঠের পাকা রাস্তার ওপর।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রথম পক্ষের নকিম মোল্লা (৭৫) মাঠে ঘাস কাটতে যান।একপর্যায়ে রাস্তার পাশে বসে ভাত খাওয়ার সময় দ্বিতীয় পক্ষের লাভলু হাসান (২৫) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি ও ঘুষি-ঘুষিতে ঘটনাস্থলে উভয়পক্ষের নারী-পুরুষ আহত হন।
আহতরা হলেন প্রথম পক্ষের মশিয়ার রহমান (৫৫), নকিম মোল্লা (৭৫), হুসাইন (১৭) জোবেদা (৬০) ও রওশনারা (২৫)। অন্যদিকে দ্বিতীয় পক্ষের পারভেজ (২৪), মেহেদী হাসান (২৫) ও আজগর মোল্লা (৭০)। সংঘর্ষে গুরুতর আহত জোবেদা ও রওশনারাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Read more