যশোর অফিস
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান চাই” এই এক দফা দাবিকে সামনে রেখে যশোরে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২০ আগস্ট ২০২৫) যশোর জেলা শহরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি চরম বৈষম্যের শিকার। ১৯৭০ সালের প্রথম পে–স্কেলে এই পদটি ৬ষ্ঠ গ্রেড বা দ্বিতীয় শ্রেণির মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত থাকলেও, একই যোগ্যতার অন্যান্য চারটি পদকে সময়ের সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দেওয়া হয়। অথচ দীর্ঘদিন সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদা নিয়ে থেকেছে। অবশেষে ২০১২ সালে এ পদটিকে গেজেটেড মর্যাদা দেওয়া হলেও বর্তমানে এখনো এন্ট্রি পদ ১০ম গ্রেডে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা অন্যায় বৈষম্যের নামান্তর বলে উল্লেখ করেন শিক্ষকরা।
বক্তারা আরও বলেন, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলেজ শাখায় প্রথম শ্রেণির গেজেটেড ৯ম গ্রেডে পদায়ন করা হলেও বিদ্যালয় শাখার সহকারী শিক্ষকরা দ্বিতীয় শ্রেণিতে থেকে যাচ্ছেন। এর ফলে অনেক শিক্ষক পদোন্নতির সুযোগ না পেয়ে চাকরি জীবন শেষ করছেন। তাই বৈষম্যের অবসান ঘটিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করা এবং কলেজের মতো চারস্তরীয় একাডেমিক পদসোপান চালু করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষাকে মানসম্মত পর্যায়ে উন্নীত করতে হলে বৈষম্য দূরীকরণ এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে সরকারের কাছে দাবি জানানো হয়, দ্রুত এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে একটি মর্যাদাবান শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা হোক।