অপরাধীরা জামিনে বের হয়ে আবারও অপরাধ করছে

Share

ঢাকা টাওয়ার ডেস্ক : 

দেশের ভায়ংকর অপরাধীদের তান্ডবে ক্ষিপ্ত হয়ে জনগণ (র‌্যাব) এর কাছে দায়িত্ব দেই যারই প্রেক্ষিতে আটক করা হয় বিভিন্ন অপরাধের সাথে জড়িত আসামীদের, তারাই গ্রেফতারের পর জামিনে বের হয়ে আবার ও অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে — র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব)।

সোমবার সকালে রাজধানীর একটি সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর (উপ-অধিনায়ক) মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য জানান।

এবং তিনি বলেন, গ্রেফতারের পর জামিন পেয়ে একই অপরাধীরা বারবার অপরাধ করছে,জেনেভা ক্যাম্পের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীদের একাধিকবার গ্রেফতার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে।

তাদের ধরতে অভিযান চলছে তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

একই সময়ই বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি।

অপরাধীরা এ সকল অস্ত্র দিয়ে অপরাধ কররা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে চেষ্টা করছে (র‍্যাব)।

 

— ঢাকা টাওয়ার ২৪ নিউজ …

Read more