যশোর ডাকাতিয়ায় হিন্দুপাড়ায় একটি বাড়িতে হামলা ভাঙচুর লুটের ঘটনা থানায় মামলা

Share

যশোর অফিস 
বাড়িতে কেউ না থাকার সুবাদে যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের হিন্দুপাড়ায় একটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন ওই গ্রামের মৃত নরেন বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস।
আসামিরা হলো, ডাকাতিয়া গ্রামের মৃত রঞ্জন দাসের ছেলে টমাস (২৫) ও মৃত কানাই বিশ্বাসের ছেলে শ্যাম বিশ্বাস (৫৩)। এছাড়া অজ্ঞাত ৮/১০জনকে আসামি করা হয়েছে।
এজাহারে সুজন দাস উল্লেখ করেছেন, আসামি টমাসের সাথে তার জমি নিয়ে বিরোধ আছে। সে কারনে প্রায় সময় তাকে হুমকি দিতো। গত ৮ আগস্ট স্ত্রী সন্তান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের চঁাচড়া গ্রামের যান। যাওয়ার সময় তার মেজো ভাই সঞ্জন দাসকে বাড়ি দেখা শুনার জন্য বলে যান। তিনি বাড়িতে না থাকার সুযোগে আসামিরা ৯ আগস্ট বিকেলে বেশ কয়েকটি মোটরসাইকেল ও নসিমন নিয়ে বাড়ি যায়। এবং বাড়ি ঘর ভাংচুর করে। ঘরে ঢুকে সাববাক্স থেকে নগদ দেড় লাখ টাকা ও দেড় লাখ টাকার সোনার গহনা লুট করে। বাড়ির বাইরে রাখা দেড়লাখ টাকা মূল্যের একটি জেনারেটর নিয়ে যায়। তার ভাই বঁাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি তার ভাই ফোনে জানালে তিনি বিকেল ৫টার দিকে বাড়িতে আসেন এবং বাড়িঘর ভাংচুর, চুরি ও লুটের বিষয়টি দেখেন এবং থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ গত রোববার রাতে মামলা রেকর্ড করে।

Read more