যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে পৃথক দুটি ঘটনায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা ও ভ্যানচালকের কাছে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রথম ঘটনায়, স্থানীয় গৃহবধূ শাহিনুর বেগম অভিযোগ করেন এলাকার বখাটে ও মাদকাসক্ত ইমদাদুল, মিকাইল, মিঠুসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। বিশেষ করে ইমদাদুল রাতে ঘরের পাশে এসে কুরুচিপূর্ণ মন্তব্য করত এবং অশালীন প্রস্তাব দিত। প্রতিবাদ করলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিত।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন,অভিযুক্তরা তার বাড়ি থেকে একাধিকবার হাঁস-ছাগল চুরি করেছে। সর্বশেষ ১৫ আগস্ট রাত ১২টার দিকে বাড়ির বাইরে বাথরুমে গেলে ইমদাদুল জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
অন্যদিকে একই গ্রামের ভ্যানচালক ইমরান হোসেনের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল ইমদাদুল। ভুক্তভোগীর মা রেখা বেগম থানায় দায়ের করা অভিযোগে জানান, টাকা না দিলে তার ছেলেকে মারধর এবং ভ্যান কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হতো।
অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ইমরান হোসেন কলেজ মাঠে ভ্যান নিয়ে বিশ্রাম করছিলেন। এসময় ইমদাদুল এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
এ দুটি ঘটনায় ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
মনিরামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, অভিযোগগুলো গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।