যশোর অফিস
শনিবার দুপুর আনুমানিক দুইটার দিকে যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। যশোর বেনাপোল সড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে শরীয়তপুরগামী ফেম পরিবহনের একটি বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১৫-৯২২৭) শার্শা বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ হামু (৩৫) নিহত হন। দুর্ঘটনায় দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালি গ্রামের শফিউদ্দিনের ছেলে পরিবহনের চালক মোঃ লিটন হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। পরবর্তীতে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।