যশোর অফিস
যশোরের কেশবপুরে পুকুরে ডুবে দূর্গাপদ দাস (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে যেকোনো সময় এই দুর্ঘটনা ঘটে ।নিহতের বাড়ি কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার সন্ধ্যায় লাঠি ভর দিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার ছেলে কনক দাস বাড়ির উত্তর পাশে পুকুরে বাবার লাশ ভাসতে দেখে চিৎকার করেন। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়ির বারান্দায় নিয়ে আসেন।
এ ঘটনায় কেশবপুর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনা কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।