ঢাকা অফিস : অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার (প্রেস সচিব) – শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবেই, কোনো শক্তিই এই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না, ডা. মুহাম্মদ ইউনুস যেই সময় সীমার কথা উল্লেখ করেছেন, সেই অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৫ই আগস্ট জেলা মাগুরায় জুমার নামাজের পরে শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এই বার্তা জানায়।
শফিকুল আলম আরও বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানও ইতোমধ্যেই কাজ শুরু করেছে, এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে, তখন আপনারা নির্বাচনের মহোৎসব দেখতে পাবেন।
দেশের সংস্কার প্রসঙ্গে তিনি জানায়, রাজনৈতিক দল গুলোর সঙ্গে আলোচনা করে ‘জুলাই চার্টার’ নিয়ে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে, সংস্কার কাজ অব্যাহত আছে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে, যা এখন দেশের জনগনের দৃষ্টিতে দৃশ্যমান রয়েছে।
√ ঢাকা টাওয়ার ২৪ নিউজ …