যশোর অফিস
যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকা থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি ইজিবাইক কেশবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির সাথে জড়িত আমানুল্লাহ সাগর ওরফে রনিকে (২৮) আটক করা হয়েছে। সাগর খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা গ্রামের গোলদার পাড়ার শাহাবুদ্দিন গোলদগারের ছেলে।
যশোরের ডিবি পুলিশ জানিয়েছে, কিসমত নওয়াপাড়ার আব্দুল হালিমের ১০টি ইজিবাইক আছে। তিনি সে গুলো ভাড়ায় দিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১১ আগস্ট সকাল ৮টার দিকে গ্যারেজে যায় সাগর। সেখানে তার চালক নয়নের কাছ থেকে একটি ইজিবাইক নেয় সাগর। কথা থাকে বেলা ২টার সময় গ্যারেজে বাইকটি জমা দেবে। কিন্তু সেদিন সে ফিরে আসেনি। ইজিবাইকটি কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
পুলিশ ওই মামলার সূত্রে সাগরকে খুঁজতে থাকে। পরে শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে কেশবপুর বাজার থেকে ইজিবাইকসহ সাগরকে আটক করাহয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।