যশোরে লোনের টাকা ফেরত চাওয়ায় ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাকে মারপিটের অভিযোগে মামলা

Share

যশোর অফিস
যশোরে লোনের টাকা চাইতে যাওয়া ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তাকে মারপিট করে জখম ও হাত ভেঙে দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার মামলাটি করেছেন ব্র্যাক ব্যাংক যশোরের সিনিয়র অফিসার মেহেদী হাসান নিজে। আসামি করা হয়েছে শহরের শংকরপুর ইসহাক সড়কের ফারদিন গ্লাস অ্যান্ড প্লাস্টিক স্টোরের বর্তমান মালিক আশরাফুল হাসান বিপ্লবকে।
মামলায় বাদী উল্লেখ করেন, ফারদিন গ্লাস অ্যান্ড প্লাস্টিক স্টোরের মালিক ছিলেন বিপ্লবের স্ত্রী সুমাইয়া খাতুন। ২০২২ সালের ৩১ আগস্ট সুমাইয়ার নামে ব্র্যাক ব্যাংক থেকে ২২ লাখ টাকা লোন নেওয়া হয়। পরে সুমাইয়ার মৃত্যুর পর ব্যবসার মালিক হন তার স্বামী বিপ্লব। গত ১১ আগস্ট দুপুরে মেহেদী হাসান তার সহকর্মী শেখ ফেরদৌস ওয়াহিদকে সঙ্গে নিয়ে বিপ্লবের প্রতিষ্ঠানে গিয়ে লোনের বাকি টাকা পরিশোধের জন্য বলেন। এ সময় বিপ্লব তাদের সঙ্গে প্রথমে মারমুখী আচরণ করেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে মেহেদীকে বেধড়ক মারপিট করে জখম করেন। এতে মেহেদীর হাত ভেঙে যায়। পরে সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় মামলা করেন।

Read more