গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে তামিম মোল্যা (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটা এলাকায় বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তামিম মোল্যা একই এলাকার একরাম মোল্যার ছেলে। সে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটা এলাকার কলাবাগানের মধ্যে মাদ্রাসাছাত্র তামিম মোল্যার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দ্রুত সঠিক তদন্ত করে এই ঘটনার রহস্য উদঘাটন করবে পুলিশ।