যশোরে ভ্রুন হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

Share

যশোর অফিস 
যশোরে ভ্রুন হত্যার অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার গোয়ালদহ গ্রামের মুনসুর মৌলভীর মেয়ে ছায়রা বেগম বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, ঝিকরগাছা উপজেলার চাদপুর গ্রামের রনি হোসেন, তার বাবা তবিবর রহমান ও মা ফাতেমা বেগম।
বাদী ছায়রা বেগম মামলায় বলেছেন,বাদীর নাতনী সুমাইয়া খাতুনকে দুই লাখ টাকা দেনমোহরে আসামি রনি হোসেনের সাথে ২০২৪ সালের ২০ ডিসেম্বর বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমাইয়া সেখানে সংসার করতে থাকেন। এরই মধ্যে সাংসারিক যাবতীয় মালামাল দেয়া রনি হোসেনকে। পাশাপাশি সুমাইয়া খাতুনও অন্তঃসত্বা হয়ে পড়েন। অন্তঃসত্বার বিষয়টি রনির পরিবার জানতে পেরে গর্ভের সন্তানটি নষ্ট করার জন্য সুমাইয়াকে চাপ দিতে থাকে তার স্বামী রনি। রাজি না হওয়ায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পাশাপাশি সম্প্রতি এসে দুই লাখ টাকা যৌতুকের জন্যও সুমাইয়াকে নির্যাতন করা হয়। গত ১৫ জুলাই সকাল ১০টার দিকে সুমাইয়ার স্বামী রনি, তার মা ও বাবা একত্রে মারপিট করে। খবর পেয়ে সুমাইয়ার নানী রনিদের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা করে গর্ভের সন্তানটি গর্ভপাত হয়েছে বলে ডাক্তার জানান। এরপর থেকে তার স্বামী বা স্বামীর পরিবার এপর্যন্ত আর সুমাইয়ার কোন খেঁাজখবর নেননি। বাধ্য হয়ে তিনি মামলা করেন।

Read more