যশোরে জর্দ্দা কারখানায় ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার বকচর এলাকায় মা জর্দ্দা কেমিক্যাল ওয়ার্কস-এ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় অভিযান চালিয়েছে। সোমবার (১২ আগস্ট) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় (পণ্যের মোড়ক ব্যবহার না করা, ট্রেড লাইসেন্স না থাকা, পরিবেশ ছাড়পত্র না থাকা ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার) ৪০ হাজার টাকা জরিমানা করা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানায়।

Read more