যশোরের অভয়নগরে অস্ত্রের অংশ, পুলিশের সীলমোহরসহ দম্পতি আটক

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া এলাকায় বিশেষ অভিযানে অস্ত্রের অংশ,পুলিশের সীলমোহরসহ নানা সরঞ্জাম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৯ আগস্ট) রাত ষ পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোস্তারি মারুফ শাহরিয়ার এর নেতৃত্বে ২ ইবি ব্যাটালিয়নের অভয়নগর ক্যাম্প সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চলিশিয়া গ্রামের সাইদ মোল্লা (৫৬) ও তার স্ত্রী বেবি আক্তার (৪৫) এর বসতবাড়ি থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, ১টি পাসপোর্ট, ২টি চাপাতি, ২টি চাকু, বন্দুকের বিভিন্ন ছোট অংশ, ১২টি আইডি কার্ড, পুলিশের ৩টি সীলমোহর,এয়ারগানের বুলেট এবং ১টি কেঁচি উদ্ধার করা হয়।
পরে আটক দম্পতিকে উদ্ধারকৃত আলামতসহ অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read more