যশোরে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

Share

যশোর অফিস : যশোরের ঝিকরগাছা-চৌগাছার ২২টি ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।

জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার এবং সেবা করা আমাদের দায়িত্ব। সেবা প্রদানের ক্ষেত্রে কোন ভেদাভেদ নাই। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ড রোগের চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু রোগীদের ফ্রি চশমা দেয়া হয়। এছাড়া রোগীদের ওষুধও প্রদান করা হয়। ঝিকরগাছা পৌরসভা এবং আশ-পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। এখান থেকে ফ্রি সেবা পেয়ে সুখানুভ‚তি প্রকাশ করেন তারা।

মেডিকেল ক্যাম্পে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।

ঝিকরগাছা বাজারের রোগী জেসমিন বলেন, বেশ কয়েক বছর থেকে আমার চোখের সমস্যা। এখানে মেডিকেল ক্যাম্প হবে, চোখের ডাক্তার আসবেন জেনে আমি চোখ দেখাতে আসছি। নিতাই চন্দ্র পাল এসেছিলেন ঝিকরগাছার কাটাখাল পালপাড়া থেকে। তিনি বলেন, নানা রকম শারীরিক অসুবিধায় ভুগছি। বেশি সমস্যা চোখে। তাই আমি মেডিকেল ক্যাম্পে চোখ দেখাতে এসেছি।বাড়ির কাছে এই ধরনের আয়োজনে খুশি তিনি। নিয়মিত মেডিকেল ক্যাম্প করার দাবি তার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টু।

বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদসহ অন্যান্যরা। সঞ্চালনা করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মো: আবিদুর রহমান।

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা-চৌগাছা উপজেলা দুটির প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র মানুষ ফ্রি সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো: রবিউল হক।

Read more