যশোর অফিস
যশোর সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৯ লাখ ৪৩ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ৪৯ বিজিবির টহলদল বেনাপোল, শাহজাদপুর, পাঁচপীরতলা, আইসিপি ও আমড়াখালী এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ভারতীয় শাড়ি, কীটনাশক, মোবাইলের ডিসপ্লে, করোসল ফলসহ নানা ধরনের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।