মাধঘোপা আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হলে কেউ জয়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গতকাল সোমবার মস্কো থেকে এক ভিডিও লিংকে যুক্ত হয়ে এ মন্তব্য করেন পুতিন।
পরমাণু যুদ্ধ বিরোধী একটি চুক্তির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়া এ চুক্তির শর্তগুলো মেনে চলছে। নিউইয়র্কে এ নিয়ে একটি সম্মেলন হচ্ছে। সেখানে একটি চিঠি পাঠিয়ে রাশিয়ার অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেসময় পুতিন বলেছিলেন, যদি কোনো দেশ তাদের সামরিক অভিযান মোকাবেলায় সরাসরি অংশগ্রহণ করে তাহলে সে দেশ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পরিণতি ভোগ করবে।
এছাড়া এ ধরনের যুদ্ধ কখনো যেন শুরু না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। পাশাপাশি বিশ্বের সব দেশেরসমান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতেও কাজ করতে হবে।
এর কয়েক দিন পরেই পারমাণবিক সামরিক অস্ত্র তৈরির নিয়োজিত কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কবস্থায় থাকার নির্দেশ দেন পুতিন।
বিশ্লেষকদের মতে, তখন পুতিন পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি পারমাণবিক যুদ্ধের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন। এ থেকে তার বক্তব্যের মধ্যে বৈপরীত্য পাওয়া যায়।