যশোরে উদ্বোধনী ফলক অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

স্টাফ রিপোর্টার:
যশোর সরকারি সিটি কলেজের ভবন থেকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলা এবং দলের সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের নাম সম্বলিত উদ্বোধনী ফলক অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিটি কলেজ ছাত্রদল কলেজ চত্বরে মিছিল শেষে সমাবেশ করে। সমাবেশে বক্তৃতারা বলেন, ভবনের নাম মুছে ও উদ্বোধনী ফলক অপসারণ করে মানুষের হৃদয় থেকে কারও নাম মুছে ফেলা যায় না। এটি বর্তমান এই কতৃত্ববাদী ইতিহাস বিকৃতকারী সরকারের ঘৃণ রাজনীতির ষড়যন্ত্রের অংশ। শহীদ জিয়াউর রহমান ও তরিকুল ইসলাম নিজ কর্মগুনে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনগণ যাদেরকে হৃদয় দিয়ে ধারণ করে। এভাবে ঘৃণ ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে জনগণের মনিকোঠা থেকে সরানো যাবে না। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে ওই ভবনে শহীদ জিয়াউর রহমানের নাম ও তরিকুল ইসলামের নাম সম্বলিত উদ্বোধনী ফলক স্থাপনের জন্য কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, নগর ছাত্রদলের আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী, সদস্য সচিব শাওন ইসলাম সবুজ প্রমুখ।