যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-তে ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে নীতিমালা ও প্রকল্প কাঠামো প্রণয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে “ওয়ার্কশপ অন পলিসি অ্যান্ড প্রোজেক্ট ইনকিউবেশন ফ্রেমওয়ার্ক ফর জাস্ট ইনকিউবেশন সেন্টার” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে আইসিএসইটিইপি প্রকল্প।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “ইনকিউবেশন সেন্টার গঠনে এই কর্মশালা একটি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা বিকাশে একটি শক্তিশালী নীতিগত কাঠামো জরুরি।”
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন স্টিপেন্ড প্রোগ্রাম স্পেশালিস্ট মি. এ এন এম শফিকুল ইসলাম। তিনি ইনকিউবেশন সেন্টারের নীতিমালা, স্টার্টআপ সহায়তা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিএসই বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়াও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।