যশোর প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখাা (ডিবি) ও সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১শ’ ৫ বোতল ফেনসিডিল, ১শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদক নিজ হেফাজতে রাখার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতা হচ্ছে,যশোর সদর উপজেলার বসুন্দিয়া (খানপাড়া) এলাকার আব্দুল খালেক খানের ছেলে সোহাগ খান, গাইদগাছী (কুন্ডুপাড়া) এলাকার হারেজ আলীর ছেলে মিরাজুল ইসলাম,নড়াইল জেলার সদর উপজেলার আফরা ( মধ্যপাড়া) এলাকার ইসমাইল খাঁনের ছেলে আরিফুজ্জামান,যশোর সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান নয়ন ও যশোরের চৌগাছা উপজেলার লস্করপুর মাঝের পাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে ইকবাল হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ২৬ জুলাই বিকেল পৌনে ৩ টায় ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা নামক বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ইকবাল হোসেন নামে এক যুুবককে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখায়। অপরদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই রঞ্জন কুমার বসু জানান, মঙ্গলবার ২৬ জুলাই রাত পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এর সামনে অভিযান চালিয়ে আরিফুজ্জামান ও মুস্তাফিজুর রহমানকে আটক করে। এ সময় আরিফুজ্জামানের দখল হতে ১শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আরিফুজ্জামান পুলিশকে জানান তাদের সহযোগী যশোর সদর উপজেলার রুপদিয়া (মুনসেফপুর) এলাকার কামরুজ্জামান ওরফে অটল এর ছেলে সিজাব বিশ^াস ওরফে সাদ্দাম তাদেরকে মাদকদ্রব নিয়ে সহযোগীতা করেন। এছাড়া,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এএসআই আজাহারুল ইসলাম জানান, বুধবার ২৭ জুলাই সকালে গোপন সূত্রে খবর পেয়ে শহরতলী নতুন উপশহর সংলগ্ন নিউমার্কেট টু পালবাড়ী রোডের পাশে আহাদ খাবার হোটেলের সামনে থেকে স্কুল ব্যাগসহ সোহাগ খান, মিরাজুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তাদের সহযোগী চৌগাছা উপজেলার চুটারহুদা (মন্ডলপাড়া) গ্রামের শহর আলীর ছেলে ইউনুস আলী পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃতদের দখল হতে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বুধবার ২৭ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে